স্টুডেন্টস গার্ডেন হোস্টেলের পরিচিতি
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম। স্টুডেন্টস গার্ডেন হোস্টেলে আপনাকে স্বাগতম। স্টুডেন্টস গার্ডেন হোস্টেলের যুগপূর্তি উপলক্ষে হোস্টেলের সাথে জড়িত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সম্মানিত অভিভাবক, বর্তমান ও প্রাক্তন ছাত্র সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষকদের নিরলস প্রচেষ্টা, নিবেদিত আত্মত্যাগ এবং সম্মানিত অভিভাবকগণের আন্তরিক বিশ্বাস ও সহযোগিতা আমাদের প্রতিনিয়ত পথচলাকে উৎসাহিত করছে । বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীদের কল্যাণের মহান উদ্দেশ্য নিয়ে আজ থেকে এগারো বছর পূর্বে পথচলা শুরু করে স্টুডেন্টস গার্ডেন হোস্টেল। এটি এগারো বছর পূর্ণ করে আজ ১২ বছরে পদার্পণ করল। হাঁটি হাঁটি পা পা করে সাফল্যের সাথে স্টুডেন্টস গার্ডেন এক যুগ পার করে পৌঁছেছে সাফল্যের স্বর্ণশিখরে। আমার স্বপ্নের স্টুডেন্টস গার্ডেন হোস্টেল তিলে তিলে মানব গড়ার প্রতিষ্ঠানটি আজ সেন্ট যোসেফ ও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অভিভাবকদের কাছে একটি নির্ভরতার ছায়া । স্টুডেন্টস গার্ডেন হোস্টেল প্রথাগত হোস্টেলের সীমাবদ্ধতা পেরিয়ে একটি আদর্শ হোস্টেলের মডেল হিসেবে দাঁড়িয়েছে। আজ থেকে এগারো বছর পূর্বে মাত্র ৬ জন ছাত্র নিয়ে স্টুডেন্টস গার্ডেন যাত্রা শুরু করেছিল। বর্তমানে আমাদের ছাত্র সংখ্যা তিনশত এর অধিক। স্টুডেন্টস গার্ডেন হোস্টেলে আমরা ছাত্রদের দিচ্ছি এমন সব সুযোগ-সুবিধা যা আপনার সন্তানকে হোস্টেলে থেকেও দেবে নিজের বাড়ির অনুভূতি। ছাত্রদের পড়ালেখার জন্য যেমন চাই ভালো মানের কলেজ ঠিক তেমনি থাকার জন্য চাই সেরা মানের হোস্টেল। তা না হলে আপনার প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট পাওয়াটা হয়তো মরীচিকা থেকে যাবে। শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সব প্রতিষ্ঠান সৃষ্টি করতে পারে না যেটা স্টুডেন্টস গার্ডেন হোস্টেল সফলতার সাথে করে দেখিয়েছে। স্টুডেন্টস গার্ডেন একটি অসাম্প্রদায়িক ও অরাজনৈতিক ছাত্র হোস্টেল। সেন্ট যোসেফ কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের দ্বারা পরিচালিত সরকার কর্তৃক নিবন্ধিত (লাইসেন্স নং ০৫-৩৭৬১) একটি অভিজাত ছাত্র হোস্টেল। শুধু সেন্ট যোসেফ ও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ- দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রদের জন্য একটি বিশেষায়িত ছাত্র হোস্টেল। হোস্টেলে একজন ছাত্রের জন্য যা যা সুযোগ-সুবিধা প্রয়োজন তার সবই এখানে বিদ্যমান। যেমন: অভিজ্ঞ শিক্ষক, নিরিবিলি পড়া-লেখার পরিবেশ, মানসম্মত হালাল খাবার, হোস্টেলের কঠোর নিরাপত্তা ব্যবস্থা, চিকিৎসার জন্য রয়েছ বিশেষজ্ঞ ডাক্তার ,কলেজে যাতায়াতের জন্য রয়েছে আমাদের নিজস্ব পরিবহন ব্যবস্থা। আমাদের রয়েছে হোস্টেল বাস যা ছাত্রদের নিয়মিত কলেজে আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হয়। ছাত্রদের পড়ালেখা মনিটরিং করার জন্য রয়েছে অভিজ্ঞ মনিটরিং শিক্ষক, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ (জেনারেটর) ও বিশুদ্ধ পানি-নিজস্ব গভীর নলকূপ, কম্পিউটার ল্যাব, ছাত্রদের জ্ঞান চর্চার জন্য রয়েছে ছোট একটি মানসম্মত গ্রন্থাগার,বাংলা ও ইংরেজি পত্রিকা পড়ার ব্যবস্থা, শীতাতপ নিয়ন্ত্রীত মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ডাইনিং রুম। স্টুডেন্টস গার্ডেনের ছাত্রদের প্রাইভেট পড়ার জন্য কখনো বাহিরে যেতে হয় না। সেন্ট যোসেফ ও নটর ডেম কলেজের স্বনামধন্য শিক্ষকরা হোস্টেলের অভ্যন্তরে শীতাতপ নিয়ন্ত্রিত মাল্টিমিডিয়া ক্লাসরুমে ছাত্রদের প্রাইভেট বা কোচিং করিয়ে থাকেন । আমরা শিক্ষার্থীদের সৃজনশীলমূলক কাজে উৎসাহিত করতে এবং তাদের ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করার জন্য পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপ এবং সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে থাকি। এখানে হোস্টেল ওয়ার্ডেন এবং অফিসের স্টাফদের সাথে যোগাযোগ করা সহজ, সহায়ক, সক্রিয় এবং সহযোগিতামূলক। শিক্ষার্থীদের জন্য সর্বোত্তম শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।
মোহাম্মদ হাফিজুর রহমান
পরিচালক
স্টুডেন্টস গার্ডেন হোস্টেল
প্রাক্তন শিক্ষক সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
মোহাম্মদপুর, ঢাকা ১২০৭